আজ মুসলিম বিশ্ব হারিয়েছে মহৎ এক বাক্তিকে।
লিখেছেন লিখেছেন রাফসান ১৬ আগস্ট, ২০১৩, ০১:৪৬:৫৫ রাত
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজীঊন’।
আজ মুসলিম বিশ্ব হারিয়েছে মহৎ এক বাক্তিকে।
আরবে মানুষরা তাকে চিনলেও আমাদের দেশে তাকে অনেকে হয়ত তাকে চিনেনা।
তার নাম শাইখ আব্দুর রাহমান আস-সুমিত
*তার হাতে ১১ মিলিয়ন ব্যক্তি ইসলাম গ্রহণ করে।
*তিনি ২৯ বছর আফ্রিকায় ইসলাম প্রচার প্রসারের কাজ করেন।
*আফ্রিকার মুসলিমদের জন্য Direct Aid নামে একটি ইসলামি ত্রান সংস্থা প্রতিষ্ঠা করেন।
*খ্রিষ্টান মিশনারিদের বিরুধে জোরাল ভুমিকা রাখেন।
*৫৭০০ র অধিক মসজিদ নির্মান করেন।
*১৫০০০ অধিক অনাথ ইয়াতিমের ভরন পোষণ দেন।
* ৯৫০০ টি জাগায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন
*৮৬০ মাদ্রাসা, ৪টি ইউনিভার্সিটি, ২০৪ টি ইসলামি দাওয়া সেন্টার, ৮৪০ টি কোরআন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
*১২৪ টি হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
*৯৫০০০ মুসলিম ছত্রের পড়াশুনার খরচ বহন করেন।
*৬ মিলিয়ন কোরআন শরিফ নতুন মুসলমানদের মধ্যে বিতরণ করেন।
*৪০ টি দেশে গরিবদের জন্য ইফতারির ব্যবস্তা করতেন।
মাসাআল্লাহ.... সেই তোলনায় আমরা কি করেছি?
আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
এবং আমাদেরকে দিনের খেদমত করার তাওফিক দেন। অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর তাওফিক দেন।
ভাইরা
আসুন আমরাও ঐ দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি যেদিন আমাদের সমস্ত কর্মের রেকর্ড বিশ্বপ্রতিপালক চালু করে দিবেন।
নিশ্চুপ রেকর্ড চলতে শুরু করবে। এ অবস্থা দেখে মানুষ বলতে থাকবে ...
ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. سورة الكهف : 49
এ কেমন রেকর্ড, আমার ছোট বড়ো কোনো কিছুই তো এর হিসেব থেকে বাদ পড়েনি। (সূরা কাহ্ফ : ৪৯)
হে আল্লাহ, আপনি আমাদের মৃত্যুর যথাযথ প্রস্তুতি গ্রহণের তাওফীক দিন। আমাদেরকে শামিল করুন আপনি মুত্তাকী বান্দাদের কাতারে। নসীব করুন ঈমানের সঙ্গে এবং শাহাদাতের মৃত্যু। আমীন।
বিষয়: বিবিধ
৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন